বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২শ’ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার হয়েছে ।
গ্রেফতাররা হলেন,ওই গ্রামের মৃত ফুটু মন্ডলের ছেলে রবিউল ইসলাম রবু(৫৫),একই গ্রামের মেরাতুল ইসলামের ছেলে সুমন আলী(২৫) ও শিবগঞ্জের রসিকনগর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে রুবেল আলী (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ বলেন, বৃহস্পতিবার ভোরে ঢোরবোনা গ্রামে রবিউল ইসলাম রবু’র বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২শ’ বোতল ফেনসিডিলসহ রবুর ঘর থেকে গ্রেফতার হয় রবু,সুমন ও রুবেল।গ্রেফতারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি