মিশরের রাজধানী কায়রোতে একটি ট্রেলার-ট্রাক একাধিক গাড়িকে ধাক্কা দিলে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
বুধবার গভীর রাতে করোনা ভাইরাস ঠেকাতে মিশরে কারফিউ চলার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ মিশর থেকে মধ্য কায়রো যাওয়ার রাস্তায় একটি চেকপোস্টে একটি মাইক্রোবাস, ট্রাক এবং গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। তারা কারফিউর মধ্যে কর্মকর্তাদের ছাড়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ করে, নির্মাণ সামগ্রী বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে যানবাহগুলোতে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিশরে প্রতিবছর প্রায় ৮ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।