বাজারে নতুন ফোন আনছে নকিয়া

নকিয়ার নতুন একটি ফোন বাজারে আসছে। ফোনটির মডেল নকিয়া ৩.৪। সম্প্রতি এই ফোনটিকে যুক্তরাষ্ট্রের এফসিসি সার্টিফিকেশন ডাটাবেজে দেখা গেছে।

নকিয়ার নতুন এই ফোনের রিয়ারে সার্কুলার ক্যামেরা সেটাপ থাকছে। ফ্রন্টে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা।

জানা গেছে, এইচএমডি গ্লোবাল দুইটি ভার্সনে নকিয়া ৩.৪ বাজারে আনবে। একটিতে থাকবে সিঙ্গেল সিম। অন্যটিতে ডাবল সিম। ফোন দুইটির মডেল নম্বর-টিএ-১২৮৩, টিএ-১২৮৫।

৩ জিবি র‌্যামের এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৬০ মডেলের চিপসেট থাকতে পারে। ছবির জন্য থাকবে ১৩, ৫ এবং ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১