বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই

না ফেরার দেশে পারি জমালেন বলিউড অভিনেতা ফারাজ খান। তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আজ সকালে মারা যান। তার মৃত্যু খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পূজা ভাট। 

মস্তিষ্কে সংক্রমণের কারণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এর পরই তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকেন, সেই আবেদনও করেন মহেশ ভাটের কন্যা। সূত্র: জিনিউজ।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১