সারা বিশ্বে জনপ্রিয় তারকা জুটিদের মধ্যে অন্যতম নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ তে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে ছোট নিক জোনাসকে বিয়ে করে পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে। জোনাসের সঙ্গে বর্তমানে থাকছেন লস অ্যাঞ্জেলসসে। সেখানে থেকেই নতুন প্রেমে মজেছেন এ দেশি গার্ল। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
সম্প্রতি জানা গিয়েছে এক বিষ্ফোরক তথ্য। নিককে ভুলে অন্য প্রেমে মজেছেন প্রিয়াঙ্কা। আসলে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে নিজের শ্বশুরবাড়িতে রয়েছেন অভিনেত্রী। লস অ্যাঞ্জেলসের বাড়িতে প্রিয়াঙ্কা ও নিকের একাধিক পোষা প্রাণী রয়েছে। তাদের নিয়েই সময় কাটে এ তারকা দম্পতির। অস্ট্রেলিয়ান শেপার্ড থেকে শুরু করে আরও অনেক পোষ্য রয়েছে প্রিয়াঙ্কার। যেগুলোর ছবি নিজের ইনস্টাগ্রামেরও শেয়ার করেছেন বলিউডের এ সুন্দরী।
এদিকে বলিউডের পাশাপাশি হলিউডেও নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ‘উই ক্যান বি হিরোস’ সিনেমার টিজার। রবার্ট রড্রিগেজ পরিচালিত এ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ২০২১ সালের ১ জানুয়ারি।