গুগল ম্যাপে সংযুক্ত একটি ছবির কারণে অ্যাপলের কাছে দুঃখ প্রকাশ করেছে গুগল। ম্যাপে সংযুক্ত ছবিটিতে অ্যানড্রয়েডের একটি মাস্কটকে অ্যাপলের একটি লোগোর ওপর মূত্র বিসর্জন করতে দেখা যাচ্ছে। ছবিটি পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছাকাছি অবস্থিত একটি পার্ককে ম্যাপে দেখাতে ব্যবহার করা হয়েছিল।
"ব্যবহারকারীদের তৈরি করা এসব অনুপযুক্ত ছবির কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। ছবিটি সরিয়ে নিতে আমরা কাজ করছি। এ ধরনের 'বাজে কাজ' প্রতিরোধ করতে আমাদের দল কাজ করছে"- এক বিবৃতিতে জানিয়েছেন গুগলের মুখপাত্র মারা হ্যরিস।
গুগল ম্যাপে ব্যবহারকারীরা তাদের পছন্দমত যায়গাকে চিহ্নিত করে নামকরণ ও ছবি যুক্ত করতে পারে। এই সুবিধাটিকে কাজে লাগিয়েই পাকিস্তানের কেউ এই কাজটি করেছিল। সূত্র: দ্য ভার্জ