আইয়ুব বাচ্চুর গান গাইলেন রুবেল!(ভিডিও)

বিধ্বংসী বোলিং দিয়ে ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দেন বাংলাদেশী পেসার রুবেল হোসেন। তবে তিনি যে ভালো গানও গাইতে পারেন।

অবাক হলেও সত্যি ঘটনা এটা। বেসরকারী একটি টেলিভিশনে 'সুপার সিক্সার মিউজিক্যাল আড্ডা' নামের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গাওয়া 'এখন অনেক রাত' গানটা গেয়ে শুনিয়েছেন রুবেল।

তিনি যে ভালো গান সেটা সেই অনুষ্ঠানের ভিডিও দেখলেই বোঝা যায়। গত বছর ঈদের সময়ে টেলিভিশনের অনুষ্ঠানে গান করেন তিনি।

রুবেল ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাসির হোসেন ও শফিউল হোসেন।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১