পানি লাগবে না, বাতাসেই হাত ধোয়া যাবে

পানি লাগবে না। হাওয়াতেই হাত ধুয়ে ফেলতে পারবেন। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটতে চলেছে। আর তা করছেন চীনের ঝেজিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

তারা টাচ সেনসিটিভ একটি মেশিন তৈরি করেছেন। সেটির সামনে হাত রাখলে মেশিনের ছিদ্র থেকে বাতাস বেড়িয়ে আসবে।

ওই বাতাসে জলীয় বাষ্প এবং জীবাণু প্রতিরোধী ওষুধ মেশানো থাকবে। যা আপনার হাতের উপর দিয়ে বয়ে গেলে ত্বকের মধ্যে থাকা জীবাণুগুলি নষ্ট হয়ে যাবে। আপনার হাত পরিস্কার হয়ে যাবে।

বিশ্বজুড়ে পানির ঘাটতির কথা মাথায় রেখেই এই অভিনব যন্ত্রটি বের করেছেন তারা।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১