আইফোন মেকার এ্যাপল ২০১৯ সালের মধ্যে বাজারে ইলেকট্রিক কার বা বিদ্যুৎচালিত গাড়ি আনতে যাচ্ছে। ইতোমধ্যে কোম্পানিটি পূর্বঘোষিত এ প্রকল্পটির কাজ শুরু করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে সোমবার এ কথা বলা হয়েছে।
প্রকল্পটি সম্পর্কে অবহিত এমন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রকল্পটির কোড নেম তাইতান। ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি এই প্রকল্প সফল করতে লোকবল তিনগুণ করারও অনুমোদন দিয়েছে।
এ্যাপল তার নিজস্ব ব্রান্ডের গাড়ি বাজারে আনতে গত এক বছর ধরে গবেষণা করছে। এর আগে আগস্ট মাসে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তারা চালকবিহীন গাড়ি তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তবে সর্বশেষ খবরের সঙ্গে ওই ঘোষণার কোনো সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদন সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।